নমস্কার বন্ধুরা, তোমরা যারা Staff Selection Commission এর GD Constable, Central Armed Police Forces, Assam Rifles, Narcotics Control Bureau Examination, 2025 এর আবেদন করেছিলে তাদের জন্য সুখবর। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে উল্লেখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার তারিখ এবং এক্সাম সিটি ডিটেইলস সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। নীচে বিস্তারিত ডিটেইলস দেওয়া হল।
SSC GD Exam Dates: আগামী 4, 5, 6, 7, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, এবং 25 ফেব্রুয়ারী 2025 এ SSC GD-র পরীক্ষা ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। 26 জানুয়ারি থকে তোমরা তোমাদের নিজ নিজ পরীক্ষার তারিখ চেক করতে পারবে।
SSC GD Exam City Details: যার যত তারিখে পরীক্ষা থাকবে তার 10 দিন আগে থেকে সে দেখতে পাবে তার কোন শহরে পরীক্ষা নেওয়া হবে।
SSC GD Admit Card Download: যার যত তারিখে পরীক্ষা থাকবে তার 4 দিন আগে থেকে সে তার Admit Card ডাউনলোড করতে পারবে।
How To Download SSC GD Admit Card
Step 1: নিজের Staff Selection Commission এর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ড্যাসবোর্ডে লগইন করুন।

Step 2: এর পরে ড্যাসবোর্ড থেকে Admission Certificate অপশনে ক্লিক করুন

Step 3: এর পরে এখানে Exam Select করুন এবং Year সিলেক্ট করে Check Status অপশনে ক্লিক করুন

কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক | |||||
SSC GD অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন | Click Here | ||||
পরীক্ষার নোটিশ ডাউনলোড করুন | Click Here | ||||
Join Our WhatsApp Channel | Click Here | ||||
Join Our Telegram Channel | Click Here |