নমস্কার বন্ধুরা, তোমার যারা JEE Main 2024 এর জন্য আবেদন করেছিলে তাদের জন্য সুখবর। NTA JEE Main 2024 এর অ্যাডমিট কার্ড পাবলিশ করা হয়েছে। 2024 সালের অক্টোবর মাসে NTA JEE Main 2024 এর আবেদন গ্রহণ করা হয়। তোমরা কীভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তা নীচে দেওয়া হল।
NTA JEE Main 2024 অ্যাডমিট কার্ড ডাউনলোড
স্টেপ 1 নীচে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল লিঙ্কে প্রবেশ করুন।

স্টেপ 2 এর পরে আপনাদের সামনে একটি লগ ইন স্ক্রিন আসবে সেখানে যথাক্রমে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড ও ক্যাপচা কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন।

স্টেপ 3 এর পরে আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশন নম্বর ও নাম দেখাবে, তার নীচে নিজের পেপার চুজ করতে হবে এবং ক্যাপচা দিয়ে Download Admit Card অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 4 এই স্ক্রিনে আপনার অ্যাডমিট কার্ডের সমস্ত ডিটেইলস দেখাবে এবং উপরে Download Admit Card বলে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করলেই অ্যাডমিট কার্ডটি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।

কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক | |||||
NTA JEE Main অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন | Click Here | ||||
পরীক্ষার নোটিশ ডাউনলোড করুন | Click Here | ||||
Join Our WhatsApp Channel | Click Here | ||||
Join Our Telegram Channel | Click Here |