RPF SI 2024 অ্যাপ্লিকেশন স্ট্যাটাস
RPF SI 2024 New Update Application Status |
নমস্কার বন্ধুরা,
সকলকে LiveKhobor.In -এ স্বাগত আজকের এই পোস্টে আমি তোমাদের জন্য RPF SI 2024 পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি।
RPF SI 2024 নতুন আপডেট
2024 সালের এপ্রিল ও মে মাসে RPF-SI নিয়োগের জন্য রেলের পক্ষ থেকে আবেদন গ্রহণ করা হয় এবং সেই নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই RPF SI 2024 পরীক্ষা হতে চলেছে এবং তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত করা হবে রেলের পক্ষ থেকে।
কিন্তু তার আগেই তোমারা সকলে দেখে নিতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে তিনটি স্ট্যাটাস তোমাদের দেখাতে পারে।
- সাময়িকভাবে গৃহীত / Provisionally accepted
- সাময়িকভাবে শর্ত সাপেক্ষে গৃহীত / Provisionally accepted with conditions
- প্রত্যাখ্যান (প্রত্যাখ্যানের কারণ সহ) / Rejected (Along with reasons for rejection)
প্রথম দুটি স্ট্যাটাস যাদের দেখাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কিভাবে তোমরা নিজেদের স্ট্যাটাস চেক করবে তা নীচে স্টেপ বাই স্টেপ দেওয়া হল।
RPF-SI 2024 পরীক্ষার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবেন
স্টেপ 1
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে উপরে ডান দিকে Apply বোতামে ক্লিক করুন এবং তারপরে Already Have an Account অপশনে ক্লিক করুন।
এরপরে আপনাদের সামনে লগইন স্ক্রিন চলে আসবে সেখানে নিজের ইমেইল আইডি বা মোবাইল নম্বর ও লগইন পাসওয়ার্ড যেটি আবেদন করার সময় দিয়েছিলেন সেটি দিয়ে লগইন করুন।
স্টেপ 3
এখন আপনাদের সামনে আপনাদের ড্যাসবোর্ডটি খুলে যাবে। এই স্ক্রিনে উপরের দিকে মাঝ বরাবর Application History বলে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করুন।
স্টেপ 4
এই স্ক্রিনে আপনাদের সমস্ত পুরনো অ্যাপ্লিকেশনস গুলো দেখাবে এবং সেই অ্যাপ্লিকেশনস গুলোর স্ট্যাটাস দেখাবে।
কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় লিঙ্ক | |
---|---|
Application Status Check and Admit Card Download Link | Click Here |
Download Notification | Click Here |
Join Our WhatsApp Channel | Click Here |